বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
বড়াইগ্রাম, নাটোর নিউজ:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে শাকিল আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাকিল উপজেলার কুমরুল এলাকার মাসুদ রানার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার বিকালে শাকিল বাড়ি থেকে মোটরসাইকেলে আহম্মেদপুর বাজারে যাচ্ছিলেন। পথে আহমেদপুর বাসষ্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তিনি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।