২২ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু
স্টাফ রিপোর্টার,নাটোর:
গত বছরের ২২ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ৮৯তম আখ মাড়াই মৌসুম শুরু করলো নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল। আজ শুক্রবার বিকালে মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃৃষিবিদ হুমায়ুন কবির, আখচাষি নেতা আনছার আলী দুলাল, মিলের সিবিএ সভাপতি গোলাম কাউসার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু্। পরে দোয়া শেষে অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মিলের মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন।
মিল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মিলের নিজস্ব খামারে ২ হাজার ৩০০ একর এবং চাষীদের ১৪ হাজার ৫০০ একর জমিতে আখের মোট উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৭০ কমর্ দিবসে চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫ ভাগ।