চারদিকে ফেইক বা মিথ্যা নিউজের ছড়াছড়ি, সতর্ক থাকুন
নাটোর নিউজ:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত অনেক খবর এখন ফেইক বা মিথ্যা, যা যাচাইয়ের সুযোগ থাকলেও তা করে দেখিনা আমরা। এর ফলে ঘটছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা কি়ংবা বড় বড় দুর্ঘটনা। তাই সতর্ক হবার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
ধর্মীয় অনুভূতিতে আঘাত, জাতিগত বিদ্বেষ, হিংসা বা হিংস্রতার প্রকাশ। অন্য দেশের মানুষ বা দেশের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য এক বিষয়ের ছবি বা ভিডিও অন্য ভাবে অবৈধ প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভুয়া আইডি থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে। আর সেটা অনেক না বুঝতে পেরে বিশ্বাস করছেন, শেয়ার করেছেন। মামলা হচ্ছে ফেঁসে যাচ্ছেন অনেক সাধারণ মানুষ। তাই সতর্ক থাকুন সবসময় সঠিক সিদ্ধান্ত নিন, এড়িয়ে চলুন জটিলতা।