নাটোরে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নাটোর নিউজ- নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের একডালা এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী শেখের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । শনিবার সন্ধ্যায় একডালায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কাযার্লয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি’র নির্দেশে এ শীতবস্ত্র বিতরণ কাযর্যক্রমের সূচনা করা হয় ।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফুল মিয়া, ওলিউলাহ, মনতাজ বেরি, ছইর উদ্দীন, মাহফুজুর রহমান মান্না প্রমূখ ।