জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ অর্থাৎ সাহিত্যের প্রায় সকল প্রধান শাখাতে দাপটের সঙ্গে নিজস্ব বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করেছেন। তবে সব ছাপিয়ে তিনি কবি হিসেবে ঈর্ষণীয় জনপ্রিয়তা পেয়েছেন! দুই বাংলায় একাডেমিক ও সাধারণ পাঠক উভয় পর্যায়ে তাঁর কবিতা ভীষণভাবে চর্চিত ও সমাদৃত। কবি জীবনানন্দ দাশ আমার কাছে বিস্ময়কর এক প্রতিভার নাম, একটা ঘোরলাগা কৌতুহলের নাম! বেশ কৌতুহল নিয়ে পড়ছি ‘জীবনানন্দের মানচিত্র’ বইটি। কবির জীবন মহাকাব্যের অসাধারণ সব অনুসন্ধানী তথ্য ও ছবি দিয়ে গ্রন্থিত হয়েছে এই বইটি। কবি জীবনানন্দ দাশকে যাঁরা খুব কাছ থেকে দেখার ও চেনার বাসনা মনে সুপ্ত রেখেছেন তাঁরা আমীন আল রশীদের গবেষণামূলক গ্রন্থ ‘জীবনানন্দের মানচিত্র’ বইটির পাঠ করতে পারেন।এটি ‘ঐতিহ্য’ প্রকাশনী থেকে ২০২১ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। আমীন আল রশীদকে ধন্যবাদ জানাই গবেষণামূলক অসাধারণ এই গ্রন্থটির পেছনে নির্ঘুম বহু সময় ব্যয় করার জন্য। কবির ৫৫ বছরের সংগ্রামমূখর জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানের সচিত্র বিবরণ, বিষয়ভিত্তিক পর্যালোচনা ও বিশ্লেষণ লেখক আমীন আল রশীদ সুনিপুণ বুননে মলাটবন্দি করেছেন। আমার বিশ্বাস- কবি জীবনানন্দ দাশ প্রসঙ্গে সাধারণ পাঠকের যে আগ্রহ, তা পূরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের একাডেমিক পর্যায়ে পাঠ-গবেষণায় ‘জীবনানন্দের মানচিত্র’ বইটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।
আমীন আল রশীদ এর ‘জীবনানন্দের মানচিত্র’ গ্রন্থের পাঠমূল্যায়ন – ইসলাম শফিক
RELATED ARTICLES