আকাশে উড়তে দেখে মেঘ ; কতবার নিজেকে
সরাই নিরাপদ আশ্রয়ে। কতবার আমি ছুটে ছুটে
যাই সভ্যতার লোকালয়ে।
কতবার আমি হাঁটতে শিখি ; বহুপথ দিতে পাড়ি
কতবার আমি ভুলে যাই প্রিয়,বেদনার আহাজারি।
আমাকে সরাতে, আমারে সরায়ে কতকিছু যেন
চাই! কতবার আমি তোমার জন্য বলো হে!
নিজেকে সরাই? আমি তো জঞ্জাল নই!চাও যদি
তবে আবারো না হয়, জঞ্জালভেদী হই।
চোখের সামনে ধেই ধেই করে নাচে নবীন পুঁই ডগা।দিনান্তে ছেঁটে ফেলি যারে আগাছা যতনে।
জানি না কোথায় লুকায়— !
কত যে রঙিন স্বপ্ন সর্ষে ফুলের মত; মাছরাঙা
পাখি হয়ে উড়ে উড়ে যায়।