Homeজেলাজুড়েনদী পুকুর মনের দুপুর / অমিতাভ দাশ *

নদী পুকুর মনের দুপুর / অমিতাভ দাশ *

বললো নদী: “পাড় ভাঙছে, করবো এবার কি?”
মনে মনেই জল শুষে নিই, গড়ি মন দিঘি…
……………………………আহা! গড়ি মন দিঘি!

মনপুকুরে সে মুকুরে নদী-ছায়া তার
রান্না ছেড়ে জলছোঁয়া হাত, গাল ছোঁয় বারবার…
…………………………..তাকে বুকে নিয়েছি!

আহা!নিলাম বুকে যেই!
পলাশ চাঁপায় এক করলেই, ঢলঢল উচ্ছল, ওই চপলতার জল…
একমুহূর্ত নিথর হলেও, কেমন এটি বল্ !
…………………………………ওই ঢেউ এর মুঠোয় কেশ…

আহা! ঢেউ এর মুঠোয় কেশ!
আমি ভাবি বেশ, ভরদুপুরে পুকুর ভেঙে, পুকুর ভেঙেই শেষ
আমি নদী বইয়েছি
……………………………….আমি নদী বেয়েছি…

আহা! নদী বেয়েছি!
যেই দিয়েছি বৈঠা ফেলে, চোখ নাচানো ঘূর্ণিজলে,
ছদ্ম কোপে নদী বলে “ইইশ্! তুমি কি পাজী!
ইচ্ছেমতো পুকুর গড়ো, ইচ্ছেমতো নদী ভাসাও –
………………………………….এবার বুঝেছি!”

আহা! এবার বুঝেছে!
ছদ্ম কোপে মোহনখোঁপা একটু কেঁপেছে…
তাই তো আমি চুল খুলে চুল বন্যা এনেছি…
……………………….আহা! বন্যা এল যে

চুলের রাশি মুখ এর ওপর, মুখকে ঢেকেছে..
আর, আধোস্বরে, আদুরে গলায়, নদী বলেছে,
…………………………………আমি শুনেছি…

আহা! নদী বলেছে!
“পাড় ভাঙলে পাগল হলেও, আসব না আর ছিঃ!”

তাই
দেরী করি নি…

…………………………আমি আবার ভেসেছি!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments