স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে দুইদিন ব্যাপি পরিবেশ বান্ধব কৃষিচর্চা মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে শহরের বনবেলঘরিয়া শহীদ রেজা উন নবী উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক অনগ্রসর জাতিগোষ্ঠী ও নারী কৃষকদের উদ্বুদ্ধকরণে এই মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের (এএল আর ডি) নির্বাহি পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলোক সহ অন্যান্যরা। পরে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো ঘুরে দেখেন। এএল আর ডি এবং আসউশএর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় ২৪ টি কৃষিদ্রব্যের স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্টলগুলো প্রদর্শনের জন্য খোলা থাকবে।