Homeজেলাজুড়েনীলাম্বরী, লং ড্রাইভে আমি / আশরাফ জুয়েল

নীলাম্বরী, লং ড্রাইভে আমি / আশরাফ জুয়েল

লং ড্রাইভে আমি,পাশে শুন্যতা
তুমি থাকো হিসেবের খাতায়!

এই মুহূর্তে শুন্যতার স্পর্শ
ঠোঁটের গভীর আকর্ষন
শূন্যতার বুকে আমার হাত
এক্সসিলেটর পায়ে আমি উন্মত্ত
অকটেন লোডেড ইঞ্জিন
আজ রাস্তা বড় ফাঁকা !
স্পিড ব্রেকারগুলো ছুটি নিয়েছে
ডাবল ডেকার আধো ঘুমে গন্তব্য খুঁজছে
হুশহুশ আওয়াজে ছুটে চলছে ইন্টারসিটি।

হিসাব মেলাতে থাকো তুমি
শূন্যতার বাঁ পাশে যা যা দরকার বসিয়ে নাও
তোমার নীরবতা গেঁথে দাও হিসাবের শরীরে
সৌন্দর্যের কিরীট লিখে রাখো লাইনের পরতে পরতে ।

নীলাম্বরী
আমার সামনে থেকে হারিয়ে যাচ্ছে
তোমার ফর্শা দুটো পদপল্লব
ঘুমন্ত তোমাকে জাগাবার স্বাধ ছেড়েছি বহুদিন
সেই অবনত দৃষ্টি
ক্ষনিকের জন্য তাতে আশ্রয় !
মিটারের কাঁটা ছুঁয়েছে একশো কুড়িতে
ষ্টিয়ারিং থেকে আমার হাতটা সরিয়ে
তার উন্নাসিক গ্রীবায় নিয়ে রাখছে সে।

আমাকে রেখো তোমার হিসাবের খাতায়
অবাধ্য ইচ্ছেগুলো গেঁথে জড়িয়ে রেখো
এটুকুই শুধু চাওয়া।

নীলাম্বরী
সামনে শুধু মরীচিকা
চলে যাচ্ছি অনন্তকালের ড্রাইভে।

দেখা হলে জিজ্ঞেস করবো
কেন মানুষকে ভালো না বেসে
কাছে টেনে নিয়েছিলে হিসেবের খাতা !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments