স্টাফ রিপোর্টার নাটোর: রাতের আধারে কৃষকের ৯৬টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ইসমোয়ারা চুমকি জানান, বুধবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা করে তার আমরোপালি আমের ৯৬টি চারা আমগাছ কেটে বিনষ্ট করে। এঘটনায় বাগাতিপাড়া থানায় এবিষয়ে লিখিত অভিযোগ করেছে ভুক্তভুগী।
জানা যায়, খেরশা ও লক্ষনভোগ আম গাছের বাগানে এক থেকে দুই বছর আগে আমরোপালি আম গাছের চারা রোপন করেন ইসমোয়ারা চুমকি । সেই জমিতে থাকা আমগাছ পরিচর্চা করতেন তার বাবা এসকেনদার। বুধবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা করে তার আমরোপালি আমের ৯৬টি চারা আমগাছ কেটে বিনষ্ট করে। রাতের আাঁধারে বাগানের আম গাছ কর্তণ করায় উপজেলার আমচাষীরা শঙ্কিত হয়ে পড়েছেন। গাছের সাথে শত্রুতাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসি।