[প্রিন্স মাহমুদ এর কবিতা – “অজাচার” ]
আজকাল অপ-প্রেমের বাজারে
খুব করে চলেছে,
ভাব-অভাবের রমরমা লেনদেন।
আঙুল-প্রযুক্তির কল্যানে সবাই
দক্ষতার সাথে রপ্ত করে নিচ্ছে
মন বদলের অভিনব সব কৌশল।
ওরা…..
না বুঝেই মুখস্থ করছে ধারাপাত।
সাধন ছাড়া হয় কি সিদ্ধিলাভ?
তাই আজকাল………
নগন্য অযুহাতের অভিমানী বাতাসে,
অল্পতেই উল্টে যায় – গণেশ।।
————————–
নাটোর, বাংলাদেশ।