অশনি সংকেত – কাজী লাবণ্য
মেয়ে উচ্চশিক্ষা লাভে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ায় দেশে থাকা পরিবারকে একঘরে করেছে স্থানীয় মসজিদ কমিটির সদস্যরা। তাদের অভিযোগ-
*মেয়ে নাস্তিক হয়ে গেছে
*মেয়ে শর্ট ড্রেস পরে
*মেয়ে যুক্তরাষ্ট্রের কাউকে বিয়ে করেছে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের এক পরিবারের সঙ্গে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের মেয়েটি উচ্চশিক্ষার জন্য ২০২১ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
ওই শিক্ষার্থী পরিবারের জন্য লিখিতভাবে অভিযোগ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।
এ বিষয়ে, স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। এটি সমাধান হয়ে যাবে। এ বিষয়ে মেয়ের বাবার সঙ্গে কথা হয়েছে।’
কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সামাজিকভাবে যেন কোনও ধরনের হয়রানি না করা হয়, সে জন্য অভিযোগ পাওয়ার পর পরেই আমি মসজিদ কমিটিকে সতর্ক করেছি। তারাও বলেছে এ বিষয়ে আর কোনও কথা বলবে না। সেই সঙ্গে আগামী ৯ ফেব্রুয়ারি উভয়পক্ষকে অফিসে আসতে বলেছি। স্থানীয় চেয়ারম্যানকেও বলেছি বিষয়টি দেখভাল করতে। ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানাকেও অবগত করেছি। ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা হয়েছে, গৃহীত পদক্ষেপে তিনি আশ্বস্ত হয়েছেন।
হয়তো, এ ব্যাপারটা একসময় থিতিয়ে যাবে। প্রশাসনের লোকজনের হস্তক্ষেপে মিটেও যাবে।(চাই, মিটে যাক)
কিন্তু এদের এইসব শেকরের গভীরতা সমূলে উৎপাটন করাটা জরুরী, অতি জরুরী।