নাটোর নিউজ: লাভলী ফাউন্ডেশন এর উদ্যোগে এক বেলার হাসি শীর্ষক নাটোরে উন্নত মানের খাদ্য বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর শহরের সরকারি শিশু পরিবারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। লাভলী ফাউন্ডেশনের ফাউন্ডার এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য সিলভিয়া পারভিন লেনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা জাকারিয়া বুলবুল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ লাভলী ফাউন্ডেশনের এই উদ্যোগের জন্যে সন্তোষ প্রকাশ করে জানান, সমাজের সামর্থ্যবান এবং বিত্তবানরা যদি এই সকল বঞ্চিত মানুষদের কল্যাণে এগিয়ে আসেন, তাহলে খুব দ্রুতই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ পরিণত হবে।