Homeঅর্থনীতিপ্রথমে বৃষ্টিতে খুশি হলেও বর্তমানে ক্ষতির সম্মুখীন নাটোরের কৃষকরা

প্রথমে বৃষ্টিতে খুশি হলেও বর্তমানে ক্ষতির সম্মুখীন নাটোরের কৃষকরা

প্রথমে বৃষ্টিতে খুশি হলেও বর্তমানে ক্ষতির সম্মুখীন নাটোরের কৃষকরা

স্টাফ রিপোর্টার নাটোর
রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে নাটোর অঞ্চলে। এতে ফসল ক্ষতির পাশাপাশি ভোগান্তি দেখা দিয়েছে জনজীবনে। গত সপ্তাহের বৃষ্টিতে নাটোর অঞ্চলের কৃষকের মন উৎফুল্ল হলেও দ্বিতীয় দফার এই বৃষ্টিতে কা শঙ্কার কালো মেঘে কৃষকের চোখেমুখে।

সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার কৃষক জাহিদুল ইসলাম জানান, বর্তমান বৃষ্টি রবি ফসলের জন্য ক্ষতির কারণ হচ্ছে। রবি ফসলের অল্প বৃষ্টিতে উপকার হয় কিংবা এক পশলা বৃষ্টির পরে রোদ্রউজ্জল আবহাওয়া রবি ফসলের জন্য খুবই উপযোগী। কিন্তু টানা রোদ না ওঠায় আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

আর একজন কৃষক সজিবুর রহমান জানান,  একদিকে বৃষ্টি অপরদিকে সূর্যের মুখ না দেখায় পোকার আক্রমণের শিকার হচ্ছে ফসল। এতে ক্ষতির সম্মুখিন হচ্ছে চাষীরা। গম ও ধানে উপকার হলো অন্যান্য রবি ফসল খেসারী মসুরি পেঁয়াজ-রসুন সহ অন্যান্য ফসলে ক্ষতির আশঙ্কা তাদের।

আর কৃষি বিভাগ বলছে, যদি সূর্য ওঠে যায় তাহলে ফসলের ক্ষতি খুব একটা হবে না। তারপরও মাঠ পর্যায়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ আমাদের মাঠকর্মীদের টিম কাজ করছে বলেও জানায় কৃষি বিভাগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments