Homeগুরুত্বপূর্ণতরুণরাই দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে রাখছেন বিশেষ ভূমিকা - নাটোরে প্রতিমন্ত্রী...

তরুণরাই দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে রাখছেন বিশেষ ভূমিকা – নাটোরে প্রতিমন্ত্রী পলক 

স্টাফ রিপোর্টার,নাটোর :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ৬৪ টি ইনকিউবিশন সেন্টারে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তরুণরাই দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে রাখছেন বিশেষ ভূমিকা। ফলে তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ পরিবর্তন আসছে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানা উদ্যোগ আর প্রচেষ্টায়। ফ্রিল্যান্সারদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করার পাশাপাশি সাইবার যোদ্ধা হিসেবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত সফল ৪২জন ফ্রিল্যান্সারদের মাঝে ৪২ টি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনন্য উপহার হিসেবে ওই ৪২টি ল্যাপটপ বিতরণ করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর ও নওগঁা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্মা আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক হুমায়ুন কবীর সহ কর্মকর্তাবৃন্দ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments