Homeগুরুত্বপূর্ণবাংলাদেশ-ভারত বন্ধুত্ব, বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত - আইসিটি প্রতিমন্ত্রী পলক

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব, বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত – আইসিটি প্রতিমন্ত্রী পলক

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব একটি উজ্জ্বল দৃষ্টান্ত – নাটোরে প্রতিমন্ত্রী পলক

স্টাফ রিপোর্টার, নাটোর:
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন বাংলাদেশ ও ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা পৃথিবীর ইতিহাসে একটি দৃষ্টান্ত। বর্তমানে চলমান রাজশাহী ও নাটোরে সংস্কৃতিক মিলন মেলার মধ্যে দিয়ে দুই দেশের মানুষের মধ্যে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি আজ ভারতীয় মন্ত্রী ও প্রতিনিধি দলের সাথে নাটোর রাজবাড়ী ও উত্তরা গণভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি বলেন এর মধ্য দিয়ে বাংলাদেশের পর্যটন কেন্দ্র আরো উন্নয়ন লাভ করবে।

এর আগে, পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার ভারতীয় ৪২ সদস্যের প্রতিনিধিদল দুপুরে নাটোরের রাণীভবানী রাজবাড়ীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশ নেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী (কারাগার) রাম প্রসাদ পাল। রাজশাহী সিটি কপোর্রেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন,স্থানীয় সংসদস্যবৃন্দ, জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল সন্ধ্যায় উত্তরা গণভবনে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments