নাটোর নিউজ লালপুর: নাটোরের লালপুরে ১০ম গ্রেডে বেতনের দাবিতে অবস্থান কর্মস‚চি পালন করেছে সহকারি প্রাথমিক শিক্ষকরা বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে লালপুর উপজেলা পরিষদ চত্বরে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ লালপুর উপজেলা শাখার ব্যানারে এ অবস্থান কর্মস‚চি পালিত হয়।
সংগঠনটির লালপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মোমিন শহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আকমল হোসেন, আবু বকর সিদ্দিক, শাহনুর ইসলাম, জান্নাতী তিথী, মিজানুর রহমান, রিতা দাস, মনিরুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ।