Homeজেলাজুড়েস্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

নাটোর নিউজ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

আজ শনিবার বেলা ১২ টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটরিয়ামে জেলা পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর ও নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গণা নারী মুক্তিযোদ্ধারা।

 

অনুষ্ঠানে একই সাথে দেশ গঠনে সবাইকে দেশ প্রেমিক নাগরিক হওয়ারও আহ্বান জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস স¤পর্কে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments