নাটোর নিউজ: “দামে কম, মানে সেরা” এই স্লোগানকে সামনে নিয়ে নাটোরের প্রান কেন্দ্র চকরামপুর এলাকায় টপ লাইফস্টাইল শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের প্রান কেন্দ্র চকরামপুর এলাকায় ৩নং ওয়ার্ড কমিশনার মোঃ ফরিদ উদ্দিন ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন। সকল শ্রেনি পেশার মানুষ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্মত রুচিশীল পন্য ক্রয় করতে পারবে। সেই বিবেচনায় ব্যক্তির আধুনিকতায় আমরাই সেরা। আসন্ন ঈদকে সামনে রেখে সকল পণ্যে ৫ থেকে ১০% ছাড় পাচ্ছেন এবং দশ হাজার টাকার শপিং করলে টপ লাইফ স্টাইলের একজন আজীবন গোল্ডেন মেম্বারশীপ পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, অফিসার মনোজ কুমার দাশ, ম্যানেজার মিম আলো, সেলস এক্সিকিউটিভ মুন্নি, সজল আহমেদ, নিলয়, শোভা ও মিতু।