Homeগুরুত্বপূর্ণনাটোরে ‘রুম টু রিডের’ সমঝোতা স্মারক বিষয়ক মত বিনিময় সভা

নাটোরে ‘রুম টু রিডের’ সমঝোতা স্মারক বিষয়ক মত বিনিময় সভা

নাটোরে ‘রুম টু রিডের’ সমঝোতা স্মারক বিষয়ক মত বিনিময় সভা

নাটোর নিউজ :
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার ৫০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের কার্যক্রম সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের সাহারা প্লাজার হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা সমাঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর ফলে ২০২২ সাল থেকে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার নির্বাচিত ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিডের লিটারেসী প্রোগামের আওতায় শিক্ষা উন্নয়ন কার্যক্রম ও সাক্ষরতা কার্যক্রম পরিচালিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ এসময় ান্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ, রুম টু রিডের বাংলাদেশ প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর মোঃ বদরুজ্জামান খান, লিটারেসী ডিরেক্টর জিল্লুর রহমান সিদ্দিকি, ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন। সভা শেষে কার্যক্রম সম্প্রসারণের জন্য উপস্থিত ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা রুম টু রিড কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments