Homeজেলাজুড়েবিদ্যালয় ছুটি দিয়ে মাদ্রসা ভবনের ছাদঢালাই উদ্বোধনী অনুষ্ঠান

বিদ্যালয় ছুটি দিয়ে মাদ্রসা ভবনের ছাদঢালাই উদ্বোধনী অনুষ্ঠান

নাটোর নিউজ নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ছুটি দিয়ে পাশের মাদ্রসা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রন্তা আহমেদ।তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয়দের দাবীর মুখে বাৎসরিক সংরক্ষিত ছুটি থেকে একদিনের এ ছুটি নিয়ে বিদ্যালয় চত্বরে মাদ্রসার ভবনের ছাদঢালাই উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করেছেন।এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা কিছুই জানে না।

সরেজমিন গিয়ে দেখা যায়,বৃস্পতিবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ছুটি দিয়ে বিদ্যালয় চত্বরে পাশের ব্রহ্মপুর হাফেজিয়া মাদ্রসা ভবনের ছাদঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানের খাওয়া দাওয়া আয়োজন চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রন্তা আহমেদ।ক্লাশ রুমে কোন শিক্ষার্থী উপস্থিত না থাকলেও সেখানে বিভিন্ন পেশাজীবি গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত হয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে যোগ দেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা কিছুই জানে না।নাম প্রকাশে অনিইচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ও অবিভাবক বলেন,করোনা মহামারীর জন্য দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমারা লেখাপড়া পিছিয়ে পড়ি।এখন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীভাবে খোলা থাকলেও অন্য প্রতিষ্ঠানের জন্য আমাদের বিদ্যালয় ছুটি দিয়ে লেখাপড়ার ক্ষতি করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

তবে ব্রহ্মপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মকলেছুর রহমান বলেন, স্থানীয়দের দাবীর মুখে বাৎসরিক সংরক্ষিত ছুটি থেকে একদিনের এ ছুটি নিয়ে বিদ্যালয় চত্বরে মাদ্রসার ভবনের ছাদঢালাই উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক শতাধিক অতিথিদের খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করার সুযোগ করে দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে অনুমতির জন্য আবেদন জমা দেওয়া হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন,প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান বাৎসারিক সংরিক্ষত তিনদিন ছুটি পাবে।তবে এ ছুটি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে।ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ছুটি দিয়ে মাদ্রসার ছাদঢালাই উদ্বোধনী অনুষ্ঠান করছে এ বিষয় আমার জানা নাই।উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী বলেন,এর আগে গত শনিবার ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে চারজন শিক্ষকের অনুউপস্থিত ছিলেন।বিদ্যালয়ে ছুটি না নিয়ে চারজন শিক্ষক উপস্থিত না থাকার কারন জানতে প্রধান শিক্ষকসহ চারজন কে শোকশ করা হয়েছে। এ ব্যাপারে নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রন্তা আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments