Homeসাহিত্যভাবছি কেন ?

ভাবছি কেন ?

কলমে: সুজিত ঘোষ
তারিখ: ২৬-০৫-২০২২

বড্ড বেশি ভাবনা গুলো মাড়ছে উঁকি
খোলা পথ মুক্ত আকাশ জুড়ে কালো মেঘ
কখনো রংধনুর রংঙে সেজে উঠে
আবার বজ্রপাতে বিধ্বংসী হয়ে ঝড়ে পড়ে।

ভাবনা গুলো আমায় শুধুই ভাবায় কেন?
আমি নিরুপায় আমি মধ্যবিত্ত আমি দিয়াশলায়
আমাকে ইচ্ছা মতো করে ব্যবহার
জ্বলে ওঠার আগেই ছুড়ে ফেলে।

ভাবছি এবার যাবো ময়দানে
পারছি না আর নীরব মনে শয়তে
পেটের জ্বালা মেটাতে হচ্ছি নাভিশ্বাস
হাফ থলিতে পকেট ফাঁকা দ্রব্য ছাড়া ফিরি।

সোনার দেশে ফলছে ফসল ভরছে পকেট ওরা
মৃত্যুর মিছিলে দিচ্ছে লাইন মধ্যবিত্ত আর গরীব
সুদ খুষ কালোবাজারি আর চাঁদাবাজিতে
করছে শোষণ মানব নামের দানবের দল।

ভাবছি কেন আমি প্রতিবাদ করবে কে ?
মানুষ সমাজে আজ মানুষ নাই
আছে শুধু অর্থ লোভী দানবের দল
সব খানে অন্যায় আর অবিচার সত্য আজ বহুদূর।

মিথ্যার মাঝে চলছে সব সত্যের স্থান নেই
হচ্ছে যত অপরাধ কাদের আছে হাত
জানে সবাই প্রতিবাদ করার সাহস নাই
মানবতা আজ বন্দী আইনের পাতায়।

লোকচক্ষু আর রাতের আঁধারে
করছে যারা অন্যায় ব্যাভিচার
ময়দানে আজ তারাই নেতা
ভাবছি কেন ? ওরাই সমাজের কর্ণধার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments