Homeসাহিত্যজীবনের পাতা - সূর্যতপা ( অনামিকা মিশ্র )

জীবনের পাতা – সূর্যতপা ( অনামিকা মিশ্র )

শিরোনাম: জীবনের পাতা
*************
কলমে : সূর্যতপা ( অনামিকা মিশ্র )
কোলকাতা, পশ্চিমবঙ্গ।

ভালোবাসা চেয়ে ছিলাম তোমার কাছে
তাচ্ছিল্য ভরে কি দিলে বুঝতে পারলাম না
কেবল একটা সাদা কাগজ দিলে
রঙ তুলি কিছুই দিলে না
দিলে না পেনসিল আর ইরেজার
প্রথমে বুঝতেই পারছিলাম না কি করবো
রঙ তুলি জোগাড় করতেই কেটে গেল বেশ কিছু দিন
তারপর শুরু করলাম আঁকিবুঁকি কাটতে
নানা রঙের সমাহারে পাতাটা এক সময় ভরে উঠেছিল
এরই মাঝে ভুল খুঁজে শুরু হত সমালোচনা
একটা সমবেদনার ইরেজার ও জোগাড় হলো না
যাতে ভুল দাগ গুলো সহজেই মুছতে পারি
এক সময় পাতাটাকে আবর্জনার স্তূপ মনে হতে লাগল
সমালোকের সমালোচনাকে মনে রাখতে চাইলাম না ,
চাইলাম না আবর্জনার স্তূপকে সরিয়ে ফেলতে ।
কত মানুষের জীবনে তো কোন রঙ ই থাকে না ,
আমার সাদা পাতা তো নানা রঙে সজ্জিত
কোন অভাব নেই সেখানে রঙের
হয়তো তুলির কিছু ভুল টান পড়েছে
তবে শেষ টানের অপেক্ষায় বসে আছি আমি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments