নাটোর নিউজ: নানা আয়োজনে নাটোরে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়াম লীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টেও পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। সেখানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।