Home সাহিত্য প্রেইরি ডগ ও এক টুকরো প্রেম - ফাহাদ হোসেন ফাহিম

প্রেইরি ডগ ও এক টুকরো প্রেম – ফাহাদ হোসেন ফাহিম

প্রেইরি ডগ ও এক টুকরো প্রেম

ফাহাদ হোসেন ফাহিম

 

– কি দেখছো, আকাশ?
– না, এক টুকরো মেঘ; আকাশের আঁচলে।
সপ্রতিভ হাসি দিয়ে ও বলে,
– এই দেখো, দেখো সূর্য লুকিয়ে যাচ্ছে অস্তাচলে।
এক টুকরো সিরাস মেঘ হয়ে আমি মুখ লুকোই ওর কোলে।

মেঘলা দিনে নদীর পাড়ে সেদিন,
– এবার পা তোলো। আর ভেজাতে হবে না জলে।
– আর একটু প্লিজ, একটু, একটু!
– মোটেও না। তাহলে যাচ্ছি আমি চলে।
সেবার জ্বরে বেঁচে গিয়েছিলাম ও কাছে ছিল বলে।

জলপাই রঙের বিকেলে,
– এগুলো কি!
– লতাপাতা।
– শুনি, কি হয় এগুলো দিয়ে?
– ঘাসফুল হয়ে তোমার বুকে যাবো আজ মিলিয়ে।
এরপর থেকে ঘাসফুল চিনতে হয়নি কখনো ভুল।
ঘাসফুলের নরম ডগায় ও বিছিয়ে দিয়েছে চুল।

– ইচ্ছে জাগে প্রেইরি ডগ হতে!
– কুকুর! কিউট হলে সমস্যা নেই।
– বোকা মাইয়া। প্রেইরি ডগ হচ্ছে ইদুরের মেয়ে।
কারও সাথে দেখা হলে, হ্যালো জানায় চুমু খেয়ে।
– ইশ! কি শখ চুমু খাবার!
– ইদুর হবার নেই প্রয়োজন। তুমি শুধু আমার।
এখন-ও আমার আদরের বর, তীর্থ কর্মকার।

লেখকঃ কবি ও শিক্ষার্থী
পশুপালন অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

RELATED ARTICLES

“বাবা মানে বটবৃক্ষ”

~~প্রত্যয় সাহা। ঝলমলে আলোর শহরের চেনা রাস্তায় পুরোনো স্মৃতি , সংবিধান সমুন্নত করে আজ হানা দেয় মনের দেওয়ালে। তরঙ্গিত স্মৃতির আয়তন বাড়তে থাকে গোলকের ন্যায়। উল্কাপিন্ডের মতো ব্যতিক্রমী...

ফিরে পাওয়া – সারদা চক্রবর্ত্তী’র কবিতা

ফিরে পাওয়া সারদা চক্রবর্ত্তী _________ একে একে দিন যায়,মাস যায়, সময়ের স্রোতে সব কিছু বদলায়। পুরোনো সব হারিয়ে যায় বা কখনও কখনও পুরনোকে হারিয়েই নতুনকে খুঁজে নিতে হয়, একে একে দিন যায়,মাস...

জাতিস্মরের প্রার্থনা – লিপি চৌধুরী’র কবিতা

জাতিস্মরের প্রার্থনা লিপি চৌধুরী জলের বুকে ছলাৎ বেজে ওঠে অসতর্কতায় ভাঙছে করো মন ভাঙছে বুঝি গহীন অন্ধকারে। বন্ধুর পথে বন্ধু হতে চেয়ে বার্তা ভেসে আসে হাত বাড়ালে বন্ধু কোথায় বন্ধু সঙ্গোপনে। একাকিত্ব একার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

নাটোরে নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি

নাটোর নিউজ: নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে নাটোরে মানবন্ধন করেছে বিএনপি। সকালে শহরের আলাইপুরে লের অস্থায়ী কার্যালয়ের...

“নাটোর ও পুসান ” এর উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখা মানুষদের সম্মানিত করতে প্রদান করতে যাচ্ছে

নাটোর নিউজ: পুসান" প্রতিবারের ন্যায় এবারও "নাটোর ও পুসান " এর উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখা মানুষদের সম্মানিত করতে তাদের অ্যাওয়ার্ড(পুসান অ্যাওয়ার্ড-২০২৩) প্রদান করতে যাচ্ছে। উল্লেখ্য...

নাটোরে ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

নাটোর নিউজ: নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মোহাম্মদ মানিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ডাল সড়ক এলাকায় আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। মানিক নাটোর সদর...

নাটোরের বাগাতিপাড়া আগুনে পুরো এক বৃদ্ধার মৃত্যু

নাটোর নিউজ: নাটোরের বাগাতিপাড়ায় আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ফিরোজা বেগম নামে সত্তর বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশের...

Recent Comments