Homeবিবিধফিরে পাওয়া - সারদা চক্রবর্ত্তী'র কবিতা

ফিরে পাওয়া – সারদা চক্রবর্ত্তী’র কবিতা

ফিরে পাওয়া
সারদা চক্রবর্ত্তী
_________

একে একে দিন যায়,মাস যায়,
সময়ের স্রোতে সব কিছু বদলায়।
পুরোনো সব হারিয়ে যায় বা
কখনও কখনও পুরনোকে হারিয়েই
নতুনকে খুঁজে নিতে হয়,
একে একে দিন যায়,মাস যায়
সময়ের স্রোতে সবটা ভেসে যায়।
হারিয়ে ফেলেছি পুরোনো সেদিনের সবচেয়ে প্রিয় দুল, হারিয়েছি সেদিনের ভীষণ প্রিয় গোলাপি বালুচরি, হেডফোনে রাতের পর রাত কেটে যেতো যে গান শুনে আজ আর তা শোনায় হয়না, যে ভৈরবীতে ভোর হতো আজ তা ভুলেই গেছি,
একে একে সব হারিয়েও
আজ আবার কিনেছি সেই একই দুল,
গোলাপি বালুচরি শাড়ি ।
দেখাযাক , এই অগোছালো আমি কতদিন এগুলো আগলে রাখতে পারি।।

শ্রীরামপুর,পশ্চিমবাংলা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments