নাটোর নিউজ: বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মাঠে গিয়ে শেষ হয়পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন, রাণী ভবানী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ মনজুরা খানম,জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবীসহ শিক্ষকনেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা যাবে না। একই সাথে ভাল আচার-আচরণ, সভ্যতা-ভব্যতাও শিখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সে দিকে শিক্ষকদের লক্ষ্য রাখার আহবান জানান বক্তারা।