নাটোর নিউজ : নাটোর সদর উপজেলার ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবারর বিকাল তিনটার দিকে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি সচিব আবেদ আলী ২০২৩-২৪ অর্থ বছরের ১ কোটি ৯৯ লক্ষ ৮০ হাজার ৭৮ টাকার বাজেট ঘোষণা করেন। রাজস্ব আয় ধরা হয়েছে ৩২ লক্ষ ৪৬ হাজার ৫শত টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ লক্ষ ২৯ হাজার ৬ শত টাকা। উন্নয়ন আয় ১ কোটি ৬৭ লক্ষ ৩৩ হাজার ৫ শত ৭৮ টাকা ও উন্নয়ন ব্যয় ১ কোটি ৬৭ লক্ষ ৩৩ হাজার ৫ শত ৭৮ টাকা এবং উদ্বৃত্ত ৪ লাখ ১৬ হাজার ৯ শত টাকা ধরা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান খবির উদ্দিন শাহ্, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নাটোর সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম, ইউপি সদস্য শামসুল হক, মনজুর মোর্শেদ, বাগতিপাড়া কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালামসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ। এছাড়াও বাজেট অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।