মিছে প্রতিশ্রুতি
অনিন্দিতা সেন
তুমি আসবে বলেছিলে,মেঠো হাওয়ার মত
আরক্ত কপোলে লাল মাটির রক্ত তিলক,
চিবুকে মাখামাখি রাঙা ভোর
কোমর বন্ধনীতে আহবানের অঙ্গীকার
অথচ এলেনা যখন!
এই বসন্তে…বাতাস হয়ে উড়বে বলেছিলে
উড়িয়ে নিয়ে রাঙা ধুলোর উত্তরীয়
ঘন নীল ঔদার্য্যের অবকাশ,
কথা রাখলে না যখন!
অথচ কৃষ্নচূড়ার পাঁপড়ির মত নরম অনুভূতিতে ছড়িয়ে থাকা,
অথবা টলটলে স্বেদ বিন্দুর মত বুকের একটি কোনা…
কুড়িয়ে নেয় চৈত্রের সব হা-বাতাস!
কেন পীরিতি বাড়ালে বন্ধু
ছেড়ে যাবার ছলে?