Homeসাহিত্যলাল বসন্তের গান - শোয়াইব জিবরান

লাল বসন্তের গান – শোয়াইব জিবরান

লাল বসন্তের গান
শোয়াইব জিবরান

আমাদের পিতাকে যেদিন হত্যা করা হয়েছিল পেরেক বিঁধে, গাছে ঝুলিয়ে

তখন জেরুজালেমের রাস্তায় রোদন করেছিল যে সকল নারী, আমরা সাতভাই

সেই দলে ছিলাম। শুধু বোন, আমাদের একটি মাত্র বোন হঠাৎ উধাও হয়ে গিয়েছিল।

লোকেরা বলেছে, তার চিৎকার শোনা গিয়েছিল মাঠের ওপারে আর

চিরে গিয়েছিল আকাশ, দুইফালি। সাক্ষ্য আছেন ধর্মপুস্তক।

হত্যাকারীরার যখন ফিরে এসেছিল নগরে রক্তচক্ষু নিয়ে আমরা সাতভাই

পালিয়ে বেঁচেছিলাম।

তারপর হায়! আমাদের পিতার হত্যাকাণ্ডটি গসপেল হয়ে গিয়েছিল।

আমরা সে গসপেলটি আমাদের নারীদের শুনিয়েছিলাম রোদনভরা জ্যোৎস্নারাতে

তারা গর্ভবতী হয়েছিল।

আমাদের নারীরা বলেছিল, রোদন করো না দীন স্বামী,

তোমাদের সন্তানেরা ফুটবে কৃষ্ণচূড়ার ডালে ডালে, লাল লাল ফুল হয়ে

লাল বসন্তের দিনে।

দ্যাখ আমাদের নারীরা আমাদের সত্য বলেছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments