Homeজেলাজুড়েগুরুদাসপুরগুরুদাসপুরে ঈদমাঠের টাকা তোলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

গুরুদাসপুরে ঈদমাঠের টাকা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

গুরুদাসপুর, নাটোর নিউজ:
ঈদের দিন ঈদমাঠের টাকা তোলাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে আহত রুবেল গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ। এসময় তার বাবা ইসমাইল মেম্বারকেও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অপরপক্ষের আহত সাইফুল ইসলাম সজিবকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষীপুর গ্রামে ঈদমাঠের টাকা তোলা না তোলার ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনের সাথে সাইফুল ইসলাম সজিবের বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ইসমাইল মেম্বার ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটে। পরে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সাইফুল ইসলামের মাথায় এবং রুবেল হোসেনের নাকে গুরুতর জখমপ্রাপ্ত হয়। সাইফুলের মাথায় চারটি সেলাই ও রুবেলের নাকে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সাইফুল ইসলামের শ্বশুড় বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে ইসমাইল মেম্বার ও তার ছেলে রুবেলকে গ্রেপ্তার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments