Homeজেলাজুড়েনলডাঙ্গায় মুক্তির স্বাদ পেল বক

নলডাঙ্গায় মুক্তির স্বাদ পেল বক

নলডাঙ্গা, নাটোর নিউজ: রাজশাহীর বাগমারার বীরকুৎসা থেকে এক ব্যাক্তি খাবারের উদ্দেশ্যে পাখিটি নাটোরের নলডাঙ্গায় আনা হচ্ছিল। বিবিসিএফ এর অঙ্গসংগঠন- সবুজ বাংলার সদস্যদের নজরে আসলে ঐ ব্যক্তিকে পরিবেশে দেশীয় পাখির উপকারিতা সম্পর্কে অবগত করলে, প্রথমে দিতে অনিচ্ছা প্রকাশ করে। পরে বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা অপরাধ আইন ২০১২ সম্পর্কে অবগত করা হয়।
পরবর্তীতে তিনি পাখিটি দিতে বাধ্য হয়। পরে উদ্ধাধকৃত পাখিটি স্থানীয়দের সাথে নিয়ে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য,বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী( সংরক্ষণ ও নিরাপত্তা)আইন- ২০১২ অনুযায়ী-পাখি শিকার,হত্যা,আটক ও ক্রয়-বিক্রয় করলে,যার সর্বোচ্চ শাস্তি ২ কারাদন্ড এবং ২ লক্ষ টাকা জরিমানা এবং বন্যপ্রাণী আটক,হত্যা,শিকার এবং ক্রয়-বিক্রয় করলে,যার সর্বোচ্চ শাস্তি ১২ বছর কারাদন্ড এবং ১৫ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments