Homeআইন আদালতগুরুদাসপুরে বিভিন্ন কোম্পানীর লোগো-লেবেল দিয়ে জমজমাট ব্যাবসা, আটক-১

গুরুদাসপুরে বিভিন্ন কোম্পানীর লোগো-লেবেল দিয়ে জমজমাট ব্যাবসা, আটক-১

গুরুদাসপুর,নাটোর নিউজ: নাটোরের গুরুদাসপুরে ভূয়া লোগো সিল মোহরযুক্ত লেবেল ও ভেজাল পণ্যসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত দেলায়ার হোসেন গুরুদাসপুরের চাচকৈর পুরানপাড়া এলাকার মৃত বয়েজ উদ্দিন সোনার এর ছেলে।

র‌্যাব ৫, সিপিসি ২ নাটোর ক্যাম্প হতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে (১৮ মে) মঙ্গলবার রাত আটটার দিকে কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় গ্রামের পুরানপাড়া রোডের পূর্ব পার্শে দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন কোম্পানীর ভূয়া লেবেল ৩৭৭ টি ও ৯ টি বয়ামসহ দেলোয়ার হোসেন কে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জব্দকৃত বিভিন্ন কোম্পানীর লোগো, সিল মোহরযুক্ত লেবেল ব্যবহার করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে প্লাস্টিকের বয়ামে ভেজাল গুড় প্রস্তুত ও মোড়কজাত করে আসছিলো বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments