Homeসাহিত্যআন্ধার রাইত - বিপুল অধিকারী এর কবিতা

আন্ধার রাইত – বিপুল অধিকারী এর কবিতা

আন্ধার রাইত
বিপুল অধিকারী
সেজেগুজে বসে আছে বেহাত হয়ে যাওয়া
পরগণার আন্ধার রাইত–,পিঠখোলা জ্যোস্না টেরিকাটা
জলাশয়ে নেমে পড়ে এই ফাঁকে; ঘাটশুন্য দেহলিজে
ভাঙা গলুই আগলায়ে বৈঠা চালায় পড়শী ঢেমনা এক,
ফুরায় না পথ, তন্দ্রাছন্ন দৃষ্টিতে বাধা পড়ে তার দূরহ সমন;
সে জানে, যে করেই হোক পৌঁছাতে হবে তাকে।
ভাঁজ খুলে খুলে উদোম তলপেটের হল্লা ছুঁয়ে,
জাফরিকাটা সেই বেগানা অঞ্চলে পাথর-ঘঁষা আগুনে
তাকে যে ছড়াতে হবে দাবানল–,পোহাতে হবে সেই আঁচের কলঙ্কবিভা; অনাঘ্রাত দহনের অনির্বাণ শিখা!
অথচ বেহাত হয়ে যাওয়া পরগণায়
সেজেগুজে বসে আছে আন্ধার রাইত;
কতক্ষণ আর সে বসে থাকে!
ফুরায় না যে তার পথ, নিশ্ছিদ্র মনোষ্কামে
আকুল সে ভাসে–,ভাসতেই থাকে দ্বিধাহীন একাকী!
————
৩০ মে ২০২১
ঢাকা
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments