Homeসাহিত্যস্বপ্নঘোর - দেবাশীষ সরকারের কবিতা

স্বপ্নঘোর – দেবাশীষ সরকারের কবিতা

স্বপ্নঘোর – দেবাশীষ সরকার

ক্লান্ত পথিকের চোখে স্বপ্ন বোনা শেষে আমার প্রাপ্তি শুধুই কদমফুলের গন্ধমাখা একরাশ হাহাকার! টেবিল চাপড়ে তবু তোমার অশ্লীল ভাষণ – ক’জন পারে বলো? স্বপ্ন দেখতে অথবা দেখাতে। ক্ষয়ে যায়! কখনো বা থমকে যায় স্বপ্নবাজ তরুণের ছুটে চলা। বিরাম যদিও নেই পেছন ফিরে তাকাবার অবসর, কিন্তু সেতো শুধু ছবিতেই! কর্মহীন অক্ষণ্ড অবসরের হাত ছানিতে টুপি দিয়ে ঢাকা চুলহীন মাথায় আর কপোলে না কামানো সাদা- কালো দাড়ির তখন উড়ন্ত প্রতিবাদ! বয়সে নুয়ে পড়া কম্পমান হাত তো একটু প্রশান্তি পেতে চায় বলো! অট্টালিকার ছাদেও লেবু ফলে, ফলে সযত্নে লাগানো পেয়ারা কিংবা মরিচ। আজ আমরা বড়ই হিসাবি! স্নিগ্ধ গোলাপের কিংবা মুগ্ধ গাঁদার স্থান হয়না ছাদের ছোট্ট বাগানে। আমি না হয় একদিন হারিয়ে যাবো ছুটে চলা পথের মায়ায়; তবু সৌন্দর্যহীন আর কাঙ্খিত সবুজের চাষ হবে এই প্রান্তরে……..

দেবাশীষ সরকার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments