Homeজেলাজুড়েগুরুদাসপুরগুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নাটোর নিউজ: নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। গত ৩০ মে মোঃ রেজাউল করিম নামে এক ব্যক্তি রিটটি দায়ের করেন। ওই রিট পিটিশনে বলা হয় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ লংঘন করে মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান পদে বর্তমানে আসীন রয়েছেন। এবং নিজ নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার ট্রেডারস এর পক্ষে সরকারের সাথে চুক্তিবদ্ধ হন মর্মে দরখাস্ত উল্লেখ করেন।

এই রিট দায়ের এর প্রেক্ষিতে আজ ১ লা জুন মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব এম এনায়েতুর রহিম ও মাননীয় বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রিটের শুনানি শেষে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন কোন কর্তৃত্ব বলে পদে আসীন রয়েছেন জানতে চেয়ে রিটের রেসপনডেন্টদের বিরুদ্ধে চার সপ্তাহের জন্য রুল জারি করেন। রিটের পক্ষে জনাব ব্যারিস্টার অনিক আর হক অ্যাডভোকেট মোহাম্মদ মনজুর নাহিদ এবং অ্যাডভোকেট মোঃ আরিফ হোসেন যৌথভাবে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সারোয়ার বাপ্পি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments