Homeসাহিত্যআমাদের ভাবনা অযথাই - রহমান হেনরী'র কবিতা

আমাদের ভাবনা অযথাই – রহমান হেনরী’র কবিতা

আমাদের ভাবনা অযথাই
রহমান হেনরী
পঞ্চাশ পেরিয়ে গেল; অবশেষে, জীবনের ছোটখাটো মানে
শেখা হলো। মহল্লায়, পরিচিত নাপিতের ঘিঞ্জি দোকানে—
অনুসন্ধানী কোনও চ্যানেলের ভারি ভারি টক-শো’তে নয়;
সাধারণ্যে উপলব্ধি, আলোচনা, মূল্যায়ন ও বুদ্ধিজীবিতা
দূর করে দিল বহু জটিলতা, সংকোচ, সুদীর্ঘের যত সংশয়
খুলে দিল মগজ-মস্তিষ্ক-মন, নিষিদ্ধের রক্তাভ বন্ধন ও ফিতা
যা কিছু কঠিনে ঋদ্ধ, ছদ্মবেশ, শংসাবচনে মোড়া তীব্র গরল,
সেলুনে বা মুদির দোকানে বসলে, হিসাব তো সহজ-সরল!
বক্তৃতাজীবীদের ভাড়াটেরা: শাদা চুল, কালো অধ্যাপক—
জীবনের দিকে দিকে মেলে ধরে ঘোরপ্যাঁচ, ভ্রান্ত সড়ক;
কেন করে? …আমরা বুঝি না, স্রোতে হাবুডুবু ডুবুহাবু খাই,
চুলের ডগাতে কাচি বলে দিচ্ছে: আমাদের ভাবনা অযথাই
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments