Homeজেলাজুড়েনাটোরে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা

নাটোরে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা

নাটোর নিউজ বড়াইগ্রাম : করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় চারশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিট। আজ বৃহস্পতিবার পর্যায়ক্রমে জেলার লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় এসব খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়।

বেলা ১১ টায় লালপুর উপজেলার ত্রিমোহনী বাজারে সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের নির্বাহী সদস্য ইসাহাক আলী, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নাটোর জেলা কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, ইউনিট অফিসার আক্তার হোসেন মিঠুসহ যুবসদস্যরা। রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জালাল উদ্দিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে লালপুর উপজেলার সাতটি ইউনিয়নের কর্মহীন এবং বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের সমন্বয়ে দুইশ’ অসহায় মানুষের তালিকা প্রনয় করে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

এছাড়াও জেলার বড়াইগ্রাম উপজেলার তিরাইল উচ্চ বিদ্যালয় মাঠে মৎসজীবী ও নদী ভাঙ্গন এলাকার দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের নির্বাহী সদস্য ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমূখ। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে আছে সাড়ে সাত কেজি চাল, এক কেজি করে ডাল ও চিনি, আধা কেজি সুজি ও এক লিটার সয়াবিন তেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments