Homeজেলাজুড়েনাটোরে বিনামুল্যে করোনা ভাইরাস টেস্টিং বুথের উদ্বোধন

নাটোরে বিনামুল্যে করোনা ভাইরাস টেস্টিং বুথের উদ্বোধন

নাটোর
‘স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা থেকে মুক্ত থাকি’ এই শ্লোগান নিয়ে নাটোরে বিনামুল্যে করোনা ভাইরাস টেস্টিং বুথের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এই বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌরমেয়র উমা চৌধুরী জলি।
এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, নাটোরে প্রতিদিনই করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে গিয়ে লাইন ধরে করোনার নমুনা দিতে গিয়ে অনেকেই ভয় পাচ্ছেন এবং ভোগান্তির ভয়ে অনেক মানুষ তাদের নমুনা পরীক্ষা করাতে আগ্রহী হচ্ছে না। এছাড়াও দরিদ্র ও নিচু আয়ের মানুষের কাছে অর্থ সমস্যা রয়েছে। সাধারণ জনগনের ভোগান্তি কমাতে এই উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এভাবে জেলার প্রতিটি উপজেলাতে বুথ খোলা হবে। তারা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন যেন এই পরীক্ষাটা সকল নাগরিকের জন্য বিনামুল্যে করা যায়।
করোনা ভাইরাস টেস্টিং বুথের উদ্বোধনের পর বেলা আড়াইটা পর্যন্ত ১১১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা ভাইরাস ধরা পড়ে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments