আপৎকালীন
অনিন্দিতা সেন
ঝড়ের মুখে টালমাটাল
তবুও তরণী আলাদা সবার,
এদিকে ওদিকে ঢেউ এর মাতন
গতিরুদ্ধ করেছে যখন,
দুলছে তখনো মুক্তোবিন্দু
ছোট্ট ছোট্ট আশার,
সময় এখনো আসেনি কি
হাতে হাত ধরে বাঁধার?
অবরুদ্ধ সময়ের মাঝে
সম্পর্কের প্রতিফলন,
ছিটকে যায় কিছু… ফিরে ফিরে আসে
ভালবাসার প্রতিসরণ,
ওঁৎ পেতে থাকা বিপদ যেখানে
অনামী বিস্মরণ!
সপ্তাহান্তে রুটির চিন্তা
মাথাটাকে খুঁড়ে খায়,
কাত করে দেখি চালের টিনটা
যদি আরো কিছুদিন যায়!
মৃত্যু চুম্বনে ফিরে এল কেউ
অথবা হারালো প্রিয়জন,
কঠিন এ সময় পার হবে ঠিক
উচ্ছিষ্ট যদিও এখন!
নাই বা রইলাম একই তরনী তে
ঝড়টা সমকালীন,
‘সামাল দে সামাল রে ভাই’
গর্জে ওঠাও সর্বজনীন।