Homeজেলাজুড়েলালপুরে অসুস্থার যন্ত্রনা সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

লালপুরে অসুস্থার যন্ত্রনা সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

লালপুর, নাটোর নিউজ: নাটোরের লালপুরে শারীরিক অসুস্থার যন্ত্রনা সইতে না পেরে গলায় দড়ি দিয়ে শাপলা বেগম নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার জয়কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। গতরাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে জয়কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাপলা বেগম দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থ ছিল । শারীরিক অসুস্থার কারনে বাড়ীর রান্নাবান্না ভালোভাবে করতে না পারায় পারিবারিক কলহ হয়। পরে অসুস্থার যন্ত্রনা সইতে না পেরে সকলের অগোচরে তার নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসি ও পরিবারের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ।

এব্যাপারে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, ‘খবর পেয়ে সকালে নিহতেরমরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে তবে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments