Homeজেলাজুড়েনাটোরে গৃহহীন১৩৮১পরিবারকে জমি ও গৃহ প্রদান

নাটোরে গৃহহীন১৩৮১পরিবারকে জমি ও গৃহ প্রদান

নাটোর নিউজ: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই ধারাবাহিকতায় আজ রবিবার দুপুরে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এক টেলিকনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন এদেশের কোন ভূমিহীন ই ভূমিহীন থাকবে না কোনো গৃহহীণ আর গৃহহীণ থাকবে না, সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে সকল মানুষকে সকল ধরনের সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা হবে।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাটোর জেলার ভূমিহীন-গৃহহীন ১৩৮১পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন জেলা প্রশাসক জনাব মোঃ শাহরিয়াজ পিএএ। এই জমি ও বাড়ি তৈরিতে খরচ হয়২৬ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা,নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিজ্ঞ পিপি সিরাজুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার জাহাঙ্গীর আলম, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments