Homeসাহিত্যবাবা  - পলি শাহীনার কবিতা

বাবা  – পলি শাহীনার কবিতা

বাবা
পলি শাহীনা

বাবা ছিলেন আমার যাপিত জীবনের অভিধান
আমি অভিধান পড়তাম না; বাবাকে পড়তাম।
বাবা আমার জীবনের সকল অভিজ্ঞতার নাম।
আমার জীবনের যা প্রাপ্তি সব বাবার অবদান।

বাবা ছিলেন আকাশের মতন প্রাচীনতম আশ্রয়।
প্রকৃতির নিয়মে ঝড় উঠলো, চারপাশ মেঘাচ্ছন্ন।
আমার অসীম আকাশ মুখ থুবড়ে পড়লো মাটিতে।
বাবার চিরবিদায় চূর্ণ বিচূর্ণ আমি ডুবে যাই আঁধারে।

আজও প্রতি নিঃশ্বাসে হাতড়ে বেড়াই বাবাকে।
স্পর্শ খুঁজি তাঁর প্রিয় হাস্নাহেণা, বাগানবিলাসে।
উপলব্ধি করি বাবাকে প্রথম ভোরের শীতল বাতাসে।
বোবা দৃষ্টিতে চেয়ে রই নিঃসীম শূন্যতায় আকাশপানে।

সেই কবে দূরের তারা হয়ে বাবা মিশে গেছেন দিগন্তে।
এতদূর গিয়েও এখনও বাবা-ই ছায়া দেন দহন দিনে,
ক্লান্ত আমি থেমে গেলে মাথায় হাত রাখেন বৃষ্টি হয়ে।
ভালো থাকবেন বাবা; আপনি আছেন আমার গলা জড়িয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments