Homeজেলাজুড়েগুরুদাসপুরগুরুদাসপুরে মাছের সাথে শত্রুতা!

গুরুদাসপুরে মাছের সাথে শত্রুতা!

নাটোর নিউজ গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে আফজাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার গভীর রাতে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভুক্তভুগি নুরুল ইসলাম ও মতিয়ার রহমান ওই এলাকার মৃত-মাছেম উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত আফজাল হোসেন একই এলাকার মৃত-মকবেল প্রাং এর ছেলে। ভুক্তভুগি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, পিপলা মৌজার পিপলা গ্রামে ৬০ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশে পুকুর রয়েছে। সেখানে তারা দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছিলেন। তবে ওই জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ আফজাল হোসেন, আনিস, আবু সাঈদ, আইনুর রহমান,জামাত আলী,আসাদসহ তাদের স্বজনদের সাথে বিরোধ চলে আসছিলো।

এ নিয়ে একাধিকবার এলাকায় ও থানায় বিভিন্ন ভাবে শালিসি বৈঠক হলেও তারা মিমাংসার রায় না মেনে জোর পুর্বক জায়গা দখল করে রয়েছে। আদালতে এ বিষয়ে দুইটি মামলা চলমান রয়েছে। এরই জেরে শনিবার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে যার আনুমানিক মুল্য ১ লাখ টাকা।

অভিযুক্ত আফজাল হোসেন ও তার অংশিদাররা অভিযোগ অস্বিকার করে জানালেন, দীর্ঘদিন যাবৎ তারাই পুকুরে মাছ চাষ ও জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু প্রতিপক্ষ নিজেরাই পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে আমাদের নামে অভিযোগ চাপিয়ে দিচ্ছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।#

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments