Homeজেলাজুড়েগুরুদাসপুরগুরুদাসপুরে ৩৩৩ এ ফোন দেওয়া ৩৭০ পরিবারে খাবার বিতরণ

গুরুদাসপুরে ৩৩৩ এ ফোন দেওয়া ৩৭০ পরিবারে খাবার বিতরণ

গুরুদাসপুর(নাটোর নিউজ: জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন নাটোরের গুরুদাসপুরের ৩৭০টি পরিবার। বুধবার বিকেলে উপজেলা পৌর সদরের বিভিন্ন এলাকায় গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন প্রতিটি বাড়িতে ওই খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।

ইউএনও মোঃ তমাল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাচাই করে গত ৫ দিনে ৩৭০টি পরিবারের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের অনলাইনে প্রায় ২০০ শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাছাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

 

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক রোভার স্কাউট সদস্য রাসেল, সজিব আহম্মেদ,মাজেদুর রহমান মুন্নাসহ আরো অনেকে।
খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments