Homeসাহিত্যনিষিদ্ধ প্রেম - দেবাশীষ সরকারের কবিতা

নিষিদ্ধ প্রেম – দেবাশীষ সরকারের কবিতা

নিষিদ্ধ প্রেম
দেবাশীষ সরকার

উচ্ছ্বল হাসিটা বাঁধ ভাঙ্গে সূর্যের আলোক আভায়
মুক্তদানা হেসে ওঠে, লজ্জা পায় বর্ষার মেঘমালা,
কোন সাজ নেই ,অলংকার নেই, নেই কোন বাহারি রং
আভরনহীন মুখচ্ছবিতে শুধুই ভালবাসার উজ্জ্বল চ্ছ্বটা, কি দীপ্তি !
মোহময় হাসিতে মোহনীয় ভালোবাসার এক অনাবিল প্রান্তর…।

ঘোড়া ছুটিয়ে বীরের বেশে পালকি সাজিয়ে রাজপুত্তুর আসবে কি!
তোমার আমার প্রতিজ্ঞা ছাপিয়ে নতুন করে নতুন দিনে নতুন স্বপ্ন দেখি,
আর একবার শুধু একবার ভালবাসায় ভাসতে বড় ইচ্ছে জাগে,
ওই কালো চোখের গভীরতায়, গভীর কোমল কালো ত্বকের ছোঁয়ায়
পেলোব মিষ্টি ঠোঁটের কম্পনময় স্পর্শ, কানের লতি ছুঁয়ে যাওয়া গ্রীবাদেশে,
হালকা বাতাসে উড়ে যাওয়া চুলের গোছায়, সুগন্ধিতে কামনাময়ী মুদিত চোখে,
ভালোবাসার নতুন কাব্য লিখতে চাই পায়েলের ছন্দময় ভাষায়।

সেইতো দোয়েলের উড়ে যাওয়া ক্ষণ, ডাহুকের গান,লাউয়ের মাচা,বটের ছায়া,হিজলের ফুল,
২৯ মিনিট ৩৪ সেকেন্ডের ফোনালাপ,বৃষ্টিতে ভিজে পাম সু নষ্ট হওয়ার ক্ষোভ,
হাসির গল্প শুনতে শুনতে হাসতে হাসতে গড়িয়ে পড়ার অবসর, হাতে হাত রেখে হাঁটু জল
পেড়িয়ে যাওয়ার ইচ্ছে, বুকের দুরুদুরু কাঁপন, চোখে চোখ রাখার স্পর্ধা,
হাজার বছরের বাঁধন, সব, সব-কিছু পেছনে ফেলে আর একবার ভালবাসতে চাই….
ভেসে যেতে চাই অনন্ত রাত্রীর নিষিদ্ধ প্রেমে ….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments