Homeসাহিত্যরাতের নির্জনতা - রেজাউল করিম রেজার কবিতা

রাতের নির্জনতা – রেজাউল করিম রেজার কবিতা

রাতের নির্জনতা
রেজাউল করিম রেজা

রাতের নির্জনতায় ফিরে পাই নিজেকে
শহরের যান্ত্রিক কোলাহল থেমে যায়,
তথাকথিত প্রিয় মুখগুলো ফিরে যায় আপন আলয়
স্ত্রী কন্যা ঘুমিয়ে পড়ে।
নিশুতি রাতে একাকী মুখোমুখি দাঁড়াই
কখনো চাঁদের আবছা আলোয় শহর দেখি।
আনমনে ভাবি দিনের আলোয় পথ চলা কতটা মেকি
এখানে সততা নেই,নীতি নেই, আদর্শ নেই
আছে শুধু কথার ফুলঝুড়ি।
তাই রাত্রি বেলার একাকিত্ব আমাকে প্রশান্তি দেয়
নিজের আয়নায় দাড়িয়ে নিজেকে খুঁজে পেতে চেষ্টা করি,
আবর্জনায় ভরা গা ঘিনঘিনে কিছু আরশোলা
বা তেলাপোকাকে দেখতে হয়না আমাকে,
সুচতুর মানুষের কথার মারপ্যাচ অথচ অব্যার্থ
স্বার্থলোভীদের দেখতে হয়না আমাকে।
থাকেনা কোন লড়াই, বিভেদ বা স্বার্থের দ্বন্ধ
শুধু একটু প্রশান্তির ঘুম চায় দুচোখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments