Homeগুরুত্বপূর্ণডাক্তার নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে- গুরুদাসপুরে ডিসি শামীম আহমেদ

ডাক্তার নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে- গুরুদাসপুরে ডিসি শামীম আহমেদ

গুরুদাসপুর,নাটোর নিউজ :
নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, যে কোনো মূল্যে করোনা মহামারী মোকাবেলা করতে হবে। আল্লাহপাক আমাদের পরীক্ষায় ফেলেছেন। সবাই যে যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করলে এ পরিস্থিতির উত্তরন ঘটবে। সেজন্য ডাক্তার ও নার্সদের আরও দায়িত্বশীল হতে হবে।

রবিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন ডিসি। তিনি হাসপাতালের আইসোলিউশন বিভাগ ও করোনা ওয়ার্ড পরিদর্শনের সময় সাধারণ ওয়ার্ডের রোগীদেরও খোঁজখবর নেন। করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার তাগিদ দেন ডিসি শামীম আহমেদ। সেই সাথে জরুরীভাবে খালি সিলিন্ডারগুলোতে অক্সিজেন রিফিল করার নির্দেশ দেন তিনি।

এ সময় ইউএনও মোহাম্মদ তমাল হোসেন, এসিল্যান্ড মোহাম্মদ আবু রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments