Homeজেলাজুড়েপ্রতিমন্ত্রী পলকের নির্দেশে সিংড়ার ঝুঁকিপূর্ণ বাঁধের কাজ শুরু

প্রতিমন্ত্রী পলকের নির্দেশে সিংড়ার ঝুঁকিপূর্ণ বাঁধের কাজ শুরু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে সিংড়ার নাগর নদের ঝুঁকিপূর্ণ তাজপুর বাঁধ মেরামত কাজ শুরু হয়েছে। টানা কয়েক দিনের ভারী বর্ষণে নদের পানির তোড়ে তাজপুর পাকা সড়কের প্রায় ২০০মিটার অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সোমবার সকাল ১০টায় প্রতিমন্ত্রী পলকের নির্দেশে ঝুঁকিপূর্ণ অংশে বালির বস্তা ফেলে মেরামত কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম, তাজপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল জোব্বার, আলতাব সরদার, ইউপি সদস্য সাইফুল ইসলাম প্রমূখ। নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান বলেন, ভাঙন রোধে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে ১৮০ কাজ শুরু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments