Homeসাহিত্যবোধ অব্যবস্থিত - কাজী আতীক এর কবিতা

বোধ অব্যবস্থিত – কাজী আতীক এর কবিতা

বোধ অব্যবস্থিত
কাজী আতীক
কখনো মিঠাপানি নোনাজল মিশে একাকার হয়
অশ্রুর ধারা যদি ওষ্ঠ ছোঁয়ে জিহ্বা চুমে
হৃদয়ে তোলপাড় কোনো দুঃখবোধ নীরব কান্নায়,
এই আমি আজন্ম পরবাসী নই- তবে আমৃত্যু হয়তো,
এই যে এখোন স্বদেশ মৃত্তিকার সংস্রবহীন এক যাপন
এক প্রতিশ্রুতিহীন বন্ধন অথবা
বন্ধনহীন কোনো প্রতিশ্রুতি যেমন,
অনুভব গভীরে কেবল এক আকণ্ঠ তৃষ্ণা মরুর
যেমন বিরহী হৃদয় ব্যাকুল চেয়ে সান্নিধ্য প্রিয়ার।
কখনো জলোচ্ছ্বাস জোয়ার জলে উজাড় হয় প্রান্তর
উপকুল কিংবা কাছাকাছি মিঠাপানি জলাধার
সে জলে ভেসে যায় আশা আর যা কিছু সঞ্চয়,
জলে জল রাশি রাশি কতো কতো স্বপ্নের সমাধি হয়ে
অথচ শুধু এক ঢুক পানীয় জলের হাহাকার চারদিকে।
যাহোক- তুমি নাহয় নিভৃতি নীরবেই থাকো,
অন্ধকারের আড়াল অযথা প্রয়োজন নেই কোনো,
আলো থাক স্থির পার্থিব অপার্থিব
যাতে তুমি স্পষ্ট দেখতে পাও পরিপার্শ্বিক,
তবে নিজেকে আলোর উলটো পিটে রাখাই সমীচীন জেনো।
কেনোনা- এখানে কেবল কথা হয় দুভাবে,
যেমন কেউ হয়তো পক্ষ নেবে কেউ বিপক্ষে দাঁড়াবে
বস্তুত দুপক্ষই ঢিল ছুড়বে নিতান্ত অনুমানে
পক্ষ বিপক্ষ কেউই হয়তো তোমার জানে না কিছুই।
(নিউ ইয়র্ক, ৪ জুলাই ‘২০২১)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments